CGPA
আমার CGPA x.yz; আমার কি হবে?
হতে পারে; আমাদের দেশের গ্রেড ফ্লাকচুয়েশন অনেক বেশি। কাজেই এক ভার্সিটির 4.00 আরেক ভার্সিটির 3.50 এর সমান হতে পারে; কমও হতে পারে। ফোকাস করেন আপনার ভালো দিক গুলোতে। নানা সমস্যার কারণে CGPA কম হতেই পারে। তার মানে এই না যে আপনি পারেন না। কাজেই আপনি ওদের সেই চিন্তা করার সুযোগ দিন আপনার অন্যান্য কাজের মাধ্যমে।
কী কাজ?
বিস্তর কাজ!
- গবেষণা,
- লিডারশীপ স্বেচ্ছাসেবক মূলক বা অন্য কোন কাজে,
- ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স,
- হ্যাকাথন, কম্পিটিশন, কম্পিটিটিভ প্রোগ্রামিং
ইত্যাদি ইত্যাদি যত পারেন। ভালো কাজের পুরষ্কার আরো কাজ পাওয়া, আর উচ্চশিক্ষাও দিনশেষে আরেকটা কাজ মাত্র।
এমন কী আপনি যদি প্রাইভেট পড়িয়ে, বা অন্য কোন ভাবে আপনার বাবা মা কে আর্থিক ভাবে সাহায্য করতে গিয়ে রেজাল্ট খারাপ করেন, সেটাও আপনার কাজ হিসাবেই গণ্য করা হবে। বিশ্বাস হয় না? সংক্ষেপে বললে - কেউ আর্থিক ভাবে সুবিধা পেয়ে সিজিপিএ ভালো করলে সেটা স্বাভাবিক। কেউ সুবিধা না পেয়েও ভালো করলে সেটা অসাধারণ, আর কেউ সুবিধা না পেয়ে খুব ভালো না করলেও তার ব্যাপারে এই অসুবিধাটাকে ভর্তি করার সময় গোণায় ধরা হয়। এ বিষয়ে ভালো SOP লিখতে হলে লেখাটায় বিস্তারিত লিখেছি।
লগইন ছাড়াই কমেন্ট করতে নাম এ ক্লিক করুন, দেখবেন তার নিচেই আছে অতিথি হিসাবে কমেন্ট করার অপশন।