Link Search Menu Expand Document

অন্যান্য প্রশ্ন

আগে এটা মাইন্ডম্যাপ হিসাবে ছিলো, এখন লেখা হিসাবে কেন?

বেশ কয়েকটা কারণে। আমাদের দেশের বড় একটা অংশ এখনো শুধুই মোবাইলে ইন্টারনেট দেখে, তাদের জন্য মাইন্ডম্যাপ ভালো অপশন না। মাইন্ডম্যাপটা সাথে বিজ্ঞাপন দেখায় - যেটা পাঠকের জন্য অসুবিধা তৈরি করতে পারে। মাইন্ডম্যাপটা এক নজরে অনেক কিছু দেখালেও, একটা সময় আরো বড় হলে ম্যানেজ করা আরো কঠিন হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি কারণে। চাইলে এখনো মাইন্ডম্যাপটা দেখতে পারেন।

আমার কিছু প্রশ্ন ছিল/এই টপিক নিয়ে লিখলে ভালো হয় ইত্যাদি

বিলক্ষণ! প্রশ্ন করতে পারেন এই পেজেই কমেন্টের বাক্সে। আপনি নির্ভয়ে, সানন্দে অনুভূতি প্রকাশ করুন। বাকিটা? আমি দেখছি।

কিন্তু আপনাকে প্রশ্ন করলে আপনি এতো ঘুরায়ে প্যাচায়ে উত্তর দেন কেন?

'If you give a man a fish, you feed him for a day. If you teach a man to fish, you feed him for a lifetime.' - আমি এইটায় বিশ্বাসী, সেটা আপনার পছন্দ হোক না হোক। আপনার প্রশ্নের উত্তর যদি আমি ঘুড়িয়ে পেঁচিয়ে দেই - তাহলে বড় সড় সম্ভাবনা আছে আপনার প্রশ্নের উত্তর আপনি ৫ মিনিটের কম সময়ে গুগল করে পাবেন। আর আমি জানি না বলতে ভয় পাই না, সুতরাং না জানলে সরাসরি বলবো আমি জানি না।

এইটা আপনি সবখানে শেয়ার করেন কেন? ফ্রি বিয়ার বলে তো কিছু নাই।

না থাকতে পারে, কিন্তু Pay It Forward নামের একটা জিনিষ আছে। সংক্ষেপে বললে, কেউ আপনার উপকার করলে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে অন্য কারো উপকার করবেন যখন সুযোগ পাবেন। আমি যেহেতু উপকার পেয়েছি, আর এই দর্শনে বিশ্বাসী, তাই আমি আমার সাধ্যমত চেষ্টা করছি উপকার করার। এই ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপনের কোড নাই। পৃথিবীর সব মানুষ ঝাঁপিয়ে এই লেখা পড়লে, শেয়ার বা কমেন্ট করলে আমার একটা পয়সা লাভ হবে না। বরং সার্ভার এর ব্যবস্থা করতে গিয়ে খরচ হতে পারে। কিন্তু আপনি যেহেতু এই দর্শনের কথা জেনে গেছেন, এখন আপনার ও করতে হবে। শুভ কামনা! :)


faq page was made possible through the tutorial by Jameson Zimmer
https://jamesonzimmer.com/faq-schema-jekyll-liquid/

To comment as guest, click on the field "Name". The option to do so will become visible.
লগইন ছাড়াই কমেন্ট করতে নাম এ ক্লিক করুন, দেখবেন তার নিচেই আছে অতিথি হিসাবে কমেন্ট করার অপশন।

Copyright © 2019-2050 Amit Seal Ami