এমআইটি এর ফ্যাকাল্টি মেম্বাররা কী দেখতে চান গ্রাজুয়েট এপ্লিকেশনে?
এই বিষয়ে এমআইটি তার কিছু ফ্যাকাল্টিদের বক্তব্য নিয়ে কিছুদিন আগে একটা আর্টিকেল পাবলিশ করেছে।
যদিও তাদের টাইটেলে বলা শুধুমাত্র গ্র্যাড এপ্লিকেশন বিষয়ক এস্সে, কিন্তু মোটামুটি সব ফ্যাকাল্টিই এপ্লিকেশনের Statement of Purpose, Letter of Recommendation, Grade, Research Skill এসব বিষয়ে আলাপ করেছেন, করেছেন তাদের পছন্দের বা অপছন্দের বিষয়াদি নিয়ে।
পুরো আর্টিকেল পড়ে আমার মনে হয়েছে এটা খুব ভালো আর্টিকেল। কিন্তু যারা এসব বিষয়ে জানেন তারা সব বুঝতে পারলেও, যারা এসব বিষয়ে জানেন না বা অনভিজ্ঞ তাদের পক্ষে সবগুলো অংশ বুঝা বা হৃদয়ঙ্গম করা কঠিন হতে পারে।
সুতরাং আমি প্রায় ৪০ মিনিট ধরে কথা বলেছি প্রতিটা অংশ ধরে ধরে; উদাহরণ দিয়ে, আমার নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে। আশা করি উচ্চশিক্ষার্থীদের কাজে লাগবে এটি। প্রশ্ন, মন্তব্য, আলাপ, আলোচনা, সমালোচনা স্বাগতম জানাই!
শুধুমাত্র অডিও ভার্শন শুনতে:
তবে আগেই বলে রাখি - ভিডিও না দেখে খালি অডিও শুনলে বুঝতে সমস্যা হবে কোন অংশে আছি। সেক্ষেত্রে এমআইটির লেখাটা পড়তে পড়তে শুনতে পারেন।
লগইন ছাড়াই কমেন্ট করতে নাম এ ক্লিক করুন, দেখবেন তার নিচেই আছে অতিথি হিসাবে কমেন্ট করার অপশন।