FALL? Spring? Summer?!
Fall Semester
এত বেশি কিছু চিন্তার দরকার নাই, আপনার ফান্ডিং পাবার ইচ্ছা থাকলে FALL Semester টার্গেট করে এপ্লাই করার প্রস্তুতি নিবেন কারণ ফান্ডিং এই সময়ে পাওয়া যায় বেশি। ফল এর ক্লাস শুরু হয় আগস্ট মাসে।এর জন্য এডমিশন পেতে আপনার ভার্সিটি ভেদে আগের বছরের September - December এর ভিতরে এপ্লাই করা শেষ করতে হবে।
Spring Semester
~তবে ভালো টাকা পয়সা ওয়ালা বিশ্ববিদ্যালয়গুলোতে SPRING SEMESTER এও ভর্তি হতে পারেন। অনেক ক্ষেত্রে এডমিশন পাওয়া সহজও, কারণ তখন ফান্ডিং কম বলে কম লোকজন এপ্লাই করে!~
এই কথা বাদ। জীবনেও স্প্রিং সেমিস্টারে আসবেন না। কেন সেই আলাপ শর্টকাটে বলতে গেলে:
- নতুন শিক্ষার্থী আপনার সাথে কম, সুতরাং আয়োজন, ওরিয়েন্টেশন ইত্যাদি কম। জানবেন কম সবকিছু নিয়ে; পাশে ঝামেলায় সঙ্গীও পাবেন কম।
- আপনার লেটার এ ফান্ডিং এর অফার থাকবে হয়তো স্প্রিং নিয়ে, অথবা টেনে স্প্রিং + সামার নিয়ে। সেটা দেখিয়ে বাসা ভাড়া পেতে জান খারাপ হয়ে যাবে।
এটা নিয়ে বিস্তারিত লিখছি এখন; পরে লিংক করে দিবো এইখানেই।
লগইন ছাড়াই কমেন্ট করতে নাম এ ক্লিক করুন, দেখবেন তার নিচেই আছে অতিথি হিসাবে কমেন্ট করার অপশন।