IELTS / TOEFL?
যদিও IELTS অনেক যায়গায় নেয়, তবে রেজাল্ট পাঠানো জটিল এবং এক এক বিশ্ববিদ্যালয় এক এক ভাবে নেয়। তাই সুবিধা বিবেচনা করলে TOEFL দেয়া ভালো। আমি IELTS দিয়েছিলাম। আমার রেজাল্ট পাঠানো লেগেছিলো DHL এ করে।
IELTS
Listening
Subtitle ছাড়া মুভি দেখেন, IELTS প্র্যাকটিস করেন।
Reading
গল্প পড়েন, IELTS প্র্যাকটিস করেন। শব্দের মানে আন্দাজ না করে ডিকশনারি দেখুন, তার সাথে Etymology (মানে শব্দের মূল শব্দ) ঘাঁটুন। ইংরেজির ব্যাসিক জানতে Word Power Made Easy বইটা দিয়ে শুরু করেন।
Speaking / Writing
IELTSLIZ - অসাধারণ ওয়েবসাইট। অনেক কিছু শিখতে পারবেন এটা থেকে।
আমার স্কোর x.y, কত হলে ফান্ডিং পাবো?
সাধারণত Speaking আর Writing এ 6.5 বা তার উপরে হলে ভালো হয়। সবগুলোতে ৭ বা তার উপরে পেলে কথাই নেই।
লগইন ছাড়াই কমেন্ট করতে নাম এ ক্লিক করুন, দেখবেন তার নিচেই আছে অতিথি হিসাবে কমেন্ট করার অপশন।