Industry Experience (SE/CS)
আমি তো মাত্র ব্যাচেলরস পাশ করেছি, ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স আছে। মাস্টার্স করি নাই। আমাকে নিবে?
এটা বিশেষ করে আইটি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স এ যারা পড়ে তাদের খুবই কমন একটা প্রশ্ন।
এক কথায় উত্তর: দৌঁড়ায় নিবে।
বুঝিয়ে বলি। কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর গবেষণায় প্রোগ্রামিং আর ইন্ডাস্ট্রি অভিজ্ঞতার অনেক দাম। এজন্য ইন্ডাস্ট্রিতে কী হয় না হয় এ বিষয়ে অভিজ্ঞদের তুলনামূলক ভাবে বেশি পেতে চায় এরা।
ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্সও নাই, খালি ব্যাচেলরস পাশ। তাহলে?
কোন ব্যাপারই না। ব্যাচেলরস পাশ করে বাইরে পিএইচডি করতে এসেছে এমন অনেককেই আমি চিনি, আমেরিকান, বাংলাদেশি সবরকমেরই। পিএইচডি করার জন্য মাস্টার্স পাশ হওয়া বাধ্যতামূলক না, অন্ততঃ কম্পিউটার সায়েন্সে ও তার সাথের বিষয়গুলোতে। অন্য বিষয়ের ক্ষেত্রে আমার ধারণা নেই।
লগইন ছাড়াই কমেন্ট করতে নাম এ ক্লিক করুন, দেখবেন তার নিচেই আছে অতিথি হিসাবে কমেন্ট করার অপশন।