Letter of Recommendation (LOR)
নিবো কার থেকে?
অবশ্যই অবশ্যই অবশ্যই আপনার সুপারভাইজর যিনি ছিলেন তার LOR নেয়া জরুরী। আর আপনার কাজ নিয়ে ওয়াকিবহাল যারা তারা। সাধারণত পিএইচডি এর ক্ষেত্রে যিনি আপনার কোর্স শিক্ষক ছিলেন তারটা নেয়া যেতে পারে। এক্ষেত্রে যা যা খেয়াল রাখা উচিৎ:
-
সুপারভাইজরের যদি ভালো পাবলিকেশন থাকে, তাহলে LOR ও আরো শক্তিশালী হবে এটাই স্বাভাবিক।
-
কিন্তু আপনার সুপারভাইজরের যদি ভালো পাবলিকেশন নাও থাকে, তাহলে হতাশ হবার কোন দরকার নেই। এর কারণটা হচ্ছে, ভালো পাবলিকেশন বা ভালো প্রোফাইল উন্নত দেশগুলোতে বেশি হবে এটাই স্বাভাবিক। তার মানে এই না যে ভালো শিক্ষার্থী সব আমেরিকায় ইউরোপে! ওরা এটা খুব ভালো মতো বুঝে, এবং চায় অন্য সব যায়গা থেকে শিক্ষার্থী আসুক, নিজেদের গবেষণার স্বার্থেই।
কয়টা?
৩টা লাগে সাধারণত
কী থাকে সেখানে?
সাধারণত আপনি কি করেন, আপনাকে কতোদিন ধরে চিনে, আপনার ভালো দিক, আপনি কী ধরণের কাজ করেছেন বলে আপনাকে তার নজরে রেখেছিলেন ইত্যাদি।গবেষণায় আপনার সম্ভাবনা কেমন, বা আপনি কত ভালো এই বর্ণনা ভালো গবেষক দিলে খুব ভালো হয়। তবে এটা আপনার LoR যিনি দিবেন, তার উপর নির্ভর করে।
লগইন ছাড়াই কমেন্ট করতে নাম এ ক্লিক করুন, দেখবেন তার নিচেই আছে অতিথি হিসাবে কমেন্ট করার অপশন।