পিএইচডি না মাস্টার্স?
পিএইচডি
নির্ভর করছে আপনি কী চান করতে জীবনে তার উপরে। পড়াশোনার অনেক ইচ্ছা থাকলে, গবেষণা বা শিক্ষকতায় আসতে চাইলে Ph.D. নাহলে সাধারণত দরকার হয় না।
মাস্টার্স
যারা সাধারণত ইন্ডাস্ট্রিতে যেতে চায় তাদের জন্য।
ফান্ডিং
সাধারণত মাস্টার্সের চেয়ে PhD এ ফান্ডিং বেশি থাকে। আর আমেরিকার অনেক ভার্সিটিতে এখন পিএইচডি প্রোগ্রামে ঢুকে মাস্টার্স করে বার হয়ে যাওয়া যায় না। এটার বিষয়ে বিস্তারিত জানতে আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক তাদের সাথে আলাপ করতে পারেন।
লগইন ছাড়াই কমেন্ট করতে নাম এ ক্লিক করুন, দেখবেন তার নিচেই আছে অতিথি হিসাবে কমেন্ট করার অপশন।