গবেষণা অভিজ্ঞতা/Publications
পাবলিকেশন করি নাই, আমারে নিবে তো?
এটা নিয়ে সবচেয়ে ভয়ে থাকি আমরা।
এক শব্দে উত্তরঃ নিবে।
পিএইচডিতে ভর্তি হবার আগে গবেষণার অভিজ্ঞতা চাওয়া, পাবলিকেশন দেখতে চাওয়া আর চাকরিতে শিক্ষানবীশ পদে ৫ বছর অভিজ্ঞতা চাওয়া একই কথা। পিএইচডি এর আগে গবেষণার অভিজ্ঞতা থাকা অতিরিক্ত যোগ্যতা হিসাবে গণ্য করা হয়, যোগ্যতা না।
খুব উপরের সারির বিশ্ববিদ্যালয় অনেক সময় এটার সম্পর্কে জানতে চায়, কারণ তাদের ওখানে এত বেশি ভর্তির আবেদন আসে যে তখন প্রার্থীদের অগ্রাধিকার দিতে অনেকগুলো গুণের একটা হিসাবে গবেষনা ধরে। কিন্তু ভালো বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত গবেষণার অভিজ্ঞতা চায় না।
মোদ্দা কথা, আপনার যদি গবেষণার অভিজ্ঞতা থাকে, প্রকাশনা থাকে ভালো কনফারেন্সে বা জার্নালে - খুব ভালো। না থাকলেও হতাশ হবার দরকার নাই।
লগইন ছাড়াই কমেন্ট করতে নাম এ ক্লিক করুন, দেখবেন তার নিচেই আছে অতিথি হিসাবে কমেন্ট করার অপশন।