Link Search Menu Expand Document

Statement of Purpose (SOP)

কপি দেয়া যাবে আপনারটার?

না, SOP মানে আপনি কি উদ্দেশ্যে করতে চান; আপনি কি করেছেন জীবনে তার সাথে রিলেট করে বলা। তবে ছেলেবেলায় কি ছিলেন, কলেজে কি পুরষ্কার পেয়েছেন এগুলো কেউ দেখে না।

তাহলে করবো টা কী?

অনলাইনে অনেক ভার্সিটির গাইডলাইন পাবেন। যেমন:

Carnegie Mellon University এর কম্পিউটার সায়েন্সে উৎসাহীদের জন্য গাইডলাইন আছে।

আরও আছে:

SOP লিখতে গেলে অনেকেই কিছু ভুল করে থাকেন, যেটার কারণে SOP এর বারোটা বেজে যায়। প্রচলিত বা কমন ভুল গুলো নিয়ে কার্নেগি মেলনেরই আরেক প্রফেসরের লেখা পড়তে পারেন।

আমার এই বিষয়ে লেখা

আমি ভালো SOP তে কী থাকে, কী কাজ করলে SOP আরো ভালো হবে সে বিষয়ে লিখেছি বাংলায়

আপনি আমার SOP টা দেখে দিবেন? কাকে দেখাবো?

ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমার পক্ষে SOP দেখে ফিডব্যাক দেয়া খুব কঠিন। উচ্চশিক্ষার জন্য ফেইসবুকসহ অনেক ওয়েবসাইটে নানারকম গ্রুপ আছে বাংলাদেশিদেরই। ওসব গ্রুপ এ ভলান্টিয়াররা আছেন যারা SOP দেখে দেন। আমার অনুরোধ আপনারা তাদের সাথে যোগাযোগ করুন।


To comment as guest, click on the field "Name". The option to do so will become visible.
লগইন ছাড়াই কমেন্ট করতে নাম এ ক্লিক করুন, দেখবেন তার নিচেই আছে অতিথি হিসাবে কমেন্ট করার অপশন।

Copyright © 2019-2050 Amit Seal Ami