লেখার শুরু যে কারণে
আমি: স্যার, একটু বলেন তো। বাইরে ভালো বিশ্ববিদ্যালয়ে কীভাবে উচ্চশিক্ষায় যাওয়া যায়? কী করলে যেতে পারবো?
স্যার: এটা তো আসলে বিশাল আলোচনার বিষয়। একটা কাজ করো, তুমি টপিক স্পেসিফিক প্রশ্ন করো, আমি তাহলে উত্তর দেই।
আমি মনে মনে: কিছুই তো জানি না, কী জিজ্ঞাসা করা যায় আর টপিক কী তাও জানি না। ক্যামনে কী?!
আমি: শুরু ক্যামনে করবো সেটাই বুঝতেছি না!
ঘটনাটা ২০১৫-১৭ এর কোন একটা সময়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগদান করেছি; বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী আপনার মতোই।
আমেরিকায় উচ্চশিক্ষায় ইচ্ছুকদের নানা সময়ে নানা রকম প্রশ্ন থাকে। আমি সেটা বুঝি, কারণ আমারো অসংখ্য প্রশ্ন ছিলো। আমার ইনস্টিটিউটে আমি ছিলাম ব্যাচেলরস এ প্রথম ব্যাচের শিক্ষার্থীদের একজন। সুতরাং বড় ভাই বা বোনদের যে জিজ্ঞাসা করবো, সে উপায় ছিলো না। আবার পরিবারে প্রথম জেনারেশন পিএইচডি শিক্ষার্থী, সে সুবাদেও জানার উপায় ছিলো না পরিবারের কারো থেকে। স্যারদের, অন্য প্রতিষ্ঠানের অসম্ভব শুভানুধ্যায়ি (শিমন আরেফিন ভাই এর নাম না উল্লেখ করলেই নয়) কিছু বড় ভাইদের কল্যানে জেনেছি অনেক কিছু। নিজের ডিপার্টমেন্টের ব্যাচেলরস এ সর্বজ্যোষ্ঠদের একজন হবার কারণে এক হিসাবে ভালোই হয়েছে। “শুরু ক্যামনে করবো সেটাই বুঝতেছি না” টা ভালো বুঝেছি!
সেজন্যই উচ্চ শিক্ষায় আগ্রহী আপনার মনে যেসব প্রশ্ন আসতে পারে, সহজ কঠিন মোটামুটি সব প্রশ্নই আমারও মনে এসেছে। আমার কপাল ভালো বলে আমি ভালো দিকনির্দেশনা পেয়েছি, কিন্তু আপনি হয়তো পাচ্ছেন না, বা জানেনও না কই থেকে শুরু করবেন, কী জিজ্ঞাসা করবেন। সেই অভাব পূরণ করার জন্যই থেকেই এই লেখাগুলোর শুরু।
এখানে যা জানবেন
আমেরিকায় উচ্চ শিক্ষায় ভর্তি হওয়ার পরে আমেরিকার অধ্যাপকদের বিভিন্ন সময়ে আলাপ করেছি তাঁরা ভর্তির সময় কী দেখেন, অন্যান্যদের আলাপ শুনেছি, পড়েছি। এভাবে যা যা জেনেছি, নিজে ভর্তি আবেদন করার সময় যা যা করেছি, তার ভিত্তিতে লিখেছি এই অনলাইন বইটা। নানা সময়ে আমি নিমন্ত্রিত হয়েছি উচ্চ শিক্ষার বিষয়ে আলাপ করার জন্য, সেগুলোর ভিডিও ও পাবেন এখানে।
সহজে শেয়ার করার জন্য
কপিরাইট
লেখার ও ভিডিও এর মেধাস্বত্ত্ব আমার। চাইলেই যেকোন লেখা কপি পেস্ট করে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। আপনার কপি করা লেখা যারা পড়বেন, তারা হালনাগাদ করা ভার্সনটাও যেন পড়তে পারেন সেজন্য লেখার লিংক কপিপেস্ট করে দিয়ে দিবেন কপি করার সময়। এইতো! ফেসবুকে শেয়ার করলে আমাকে ট্যাগও দিতে পারেন!
সর্বশেষ হালনাগাদ
ডিসেম্বর ২৯, ২০২১